Group-D: ঘাটাল মহকুমার যে সমস্ত স্কুলের গ্রুপ-ডি কর্মীদের চাকরি গেল

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ চলতি বছরের ১০  ফেব্রুয়ারি গ্রুপ- ডি পদে ১৯১১ জন ভুয়ো কর্মীর নামের তালিকা প্রকাশ করেছিল৷ ওই তালিকায় ঘাটাল মহকুমার যে সকল বিদ্যালয়ে ওই ভুয়া নিয়োগ হয়েছিল, সেই সকল বিদ্যালয় ও ভুয়ো কর্মীদের নামের তালিকা একনজরে—•গঙ্গাপ্রসাদ হাইস্কুল—সুমনকুমার আদক, •সুপা-পুড়শুরি [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]হাইস্কুল —স্বদেশ কুমার মাইতি, •আদমপুর জুনিয়র হাইস্কুল —স্বপন ভুঁইয়া, •নন্দনপুর হাইস্কুল—প্রশান্ত বারিক, •নতুক বিবেকানন্দ বিদ্যামন্দির —রাজু পাল, •রানিচক দেশপ্রাণ হাইস্কুল —সবিতা হাজরা, •কাশীগঞ্জ জুনিয়র হাইস্কুল —সন্দীপ দত্ত, •বান্দিপুর গঙ্গারামপুর হাইস্কুল —সঞ্জয় পাল, •নিশ্চিন্তপুর হাইস্কুল—সঞ্জয় সামন্ত, •পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির—শ্যামল পাল,  •পলাশচাবড়ি নিগমানন্দ হাইস্কুল—শেখ মালেক, •খড়ার সূর্য কুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়—শেখ মবিদুল হোসেন, •শ্রীনগর হাই স্কুল—সৌমেন চট্টোপাধ্যায়, •রঘুনাথপুর সৎসঙ্গ বিদ্যাপীঠ—সৌম্য সামন্ত, •টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুল—সৌরভ দাস, •আলুই হাই স্কুল—শ্রীকান্ত বেরা, •ঘাটাল গুরুদাস হাইস্কুল—শ্রীমন্তকুমার বেরা, •বালা হাই স্কুল —সুভাষ পাল, •বরুণা সৎসঙ্গ হাই স্কুল—সৈকত সামন্ত, •প্রমোদ দাশগুপ্ত বিদ্যাপীঠ —অনিমেষ বারলা ও অমিত মান্না •দুধকোমরা বিদ্যাসাগর বিদ্যাপীঠ—অলক কুমার জানা, •ভগবানচক পাতিরাম শিক্ষা নিকেতন—অমিতকুমার সাউ, •রসিকগঞ্জ বিদ্যাসাগর হাইস্কুল—অপর্মিতা সানি, •বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ—অর্পিতা মণ্ডল, •কোনারপুর শীতলানন্দ হাই স্কুল—অভিজিৎ মিশ্র, •দন্দিপুর মন্মথ হাজরা বিদ্যাপীঠ—অভিক রানা ও নয়ন দোলই•বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ —বৈদ্যনাথ সামন্ত, •সেরবাজ ভুবনেশ্বর জুনিয়র হাইস্কুল—বিশ্বজিৎ কর, •কোমরা গার্লস হাই স্কুল—দেবব্রত জানা, •পাইক মাজিটা শুভায়ন বিদ্যামন্দির—দেবব্রত শাসমল, •কৃষ্ণনগর জুনিয়র গার্লস হাই স্কুল—দীপা ভৌমিক, •সোনামুই ক্ষীরোদাময়ী বালিকা বিদ্যালয়—দিপালী পাঁজা, •তিওরবেড়িয়া জগন্নাথপুর টি আর হাই স্কুল—গণেশ মাইতি, •ধর্মা জুনিয়র হাই স্কুল—গোবিন্দ বর্মন, •শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষা মন্দির—হীরালাল দিন্দা •কাশীনাথপুর জে.কে হাই স্কুল—কৃষ্ণপদ মণ্ডল, •রত্নেশ্বরবাটি নেতাজি হাই স্কুল—মধুমিতা বেরা, •রাধানগর জুনিয়র হাই স্কুল-—মলয় দলুই, •টেনপুর বিদ্যাপীঠ—মানস কুমার হাজরা, •কুলটিকরি ক্ষীরোদাময়ী হাইস্কুল—মিনা ওঝা, •ধানখাল দেবেন্দ্র  বিদ্যাপীঠ—মৌসুমী ধারা আচারিয়া, •কৈগেড়িয়া শ্রীশ্রী দামোদর বালিকা বিদ্যাপীঠ—নন্দিতা গুঁই এবং •জাড়া জগনমোহিনী বালিকা বিদ্যালয়—পবিত্রকুমার মাজি। [👉 এখানে ক্লিক করুন] মাধ্যমিক স্তরের  যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি গেল [👉 এখানে ক্লিক করুন] যে সমস্ত স্কুলের ক্লার্কদের চাকরি গেল

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!