বৃদ্ধাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে হাসি ফোটাল সরবেড়িয়া স্কুলের কন্যাশ্রী ছাত্রীরা

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমায় আবারও একবার সামাজিক কাজকর্মের নিরিখে এগিয়ে হাট সরবাড়িয়া উচ্চ বিদ্যালয়। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নানান কাজ কর্মের শিক্ষা দেওয়া যায় তা আরও একবার প্রমাণ করল দাসপুরের এই বিদ্যালয়। এর আগেও এই বিদ্যালয়ে কাজকর্ম মহকুমাবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা সহ বিদ্যালয়ে নানান সময়ে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে সেরার শিরোপা পেয়েছে বিদ্যালয়টি। এবার বৃদ্ধাশ্রমে বৃদ্ধাদের পাশে দাঁড়ালো বিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা। আমরা বলছি দাসপুর ১ ব্লকের হাট সরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রীতিলতা কন্যাশ্রী ক্লাবের কথা। এই কন্যাশ্রী ক্লাব আবারও দৃষ্টান্ত স্থাপন করল। এবার তারা পৌঁছে গেল দাসপুর ১ ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের স্বামী দেবানন্দ মিশন পরিচালিত বৃদ্ধা সেবালয় আশ্রমে। এখানকার ২১ জন বৃদ্ধার হাতে নতুন বস্ত্র সহ মিষ্টি তুলে দেয় কন্যাশ্রী মেয়েরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, বিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা আমার কাছে এসে জানায় তারা সামনের যে পুজো সেই পুজোয় কিছু বৃদ্ধাদের নতুন বস্ত্র তুলে দেবে এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের কথায় সম্মতি জানাই। কন্যাশ্রী মেয়েরা নিজেদের টিফিনের অর্থ বাঁচিয়ে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেয়। বিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা নানান সময় সামাজিক কাজের সাথে যুক্ত থাকে সত্যিই আমার খুব ভালো লাগে, এই ধরনের কাজে আমার বিদ্যালয় জড়িত আছে। ৩ অক্টোবর আমি, আমার বিদ্যালয়ের দুই শিক্ষক জগন্নাথবাবু ও প্রদীপবাবু সহ কন্যাশ্রী মেয়েরা ওই আশ্রমে পৌঁছে যাই এবং বৃদ্ধাদের সাথে কথা বলি খুবই অসহায় অবস্থায় তাঁরা রয়েছেন। কন্যাশ্রী মেয়েরা বলে, আমরা বিদ্যালয়ের কাছ থেকে শিখেছি কীভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়। আমরা যে কোনও সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।