জলবন্দি মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে অভিনব উদ্যোগ নিল ঘাটাল মহকুমা প্রশাসন

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটালজল পেরিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য  দূর-দূরান্তে যেতে হবে না। ‘দুয়ারে ডাক্তার’  পরিষেবার মাধ্যমে এলাকায় এলাকায় অসুস্থ মানুষদের  বাড়ির উঠোনেই  পৌঁছে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। সেখানে তাঁরা রোগী দেখারা পাশাপাশি ওষুধও দিয়ে দিচ্ছেন।  ঘাটাল মহকুমা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন এবং পুলিস প্রশাসনের উদ্যোগেই শুরু হয়েছে ‘দুয়ারে ডাক্তার’ নামে এই অভিনব পরিষেবা।  ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ জন বিগত বেশ কয়েক দিনে ধরে জল বন্দি রয়েছেন। এলাকা প্লাবিত থাকার জন্য তাঁদের মধ্যে অনেকেই নানা রকম শারীরিক সমস্যা ভুগছেন। ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, তাঁদের জল পেরিয়ে চিকিৎসা করাতে আসা প্রায় অসম্ভব। সেজন্যই আমরা ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবাটি দিতে শুরু করেছি । এনডিআরএফ ও পুলিসকে সঙ্গে নিয়ে  স্বাস্থ্য কর্মীরা কয়েকটি টিমে ভাগ হয়ে স্পিড বোটে করে চিকিৎসা পরিষেবা দিতে বেরিয়ে পড়েন। খুব সাড়াও মিলেছে।

আজ ৩ আগস্ট ঘাটালের বন্যা কবলিত এলাকার দীর্ঘগ্রাম,মনসুকা, রঘুনাথপুর, কৃষ্ণবল্লবপুর, নিমপাতা, পান্না, জয়নগর এলাকায় আজ দুয়ারে ডাক্তার পরিষেবা দেওয়া হয়েছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় জল নেমে গেলেও দুয়ারে ডাক্তার পরিষেবা চলবে। কেননা, বন্যার জল নামলে নানা রকম রোগের প্রার্দুভাব দেখা যায়। তাই আপাতত বেশ কিছুদিন এই পরিষেবা চলবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!