ঘাটালে চোলাই মদ উচ্ছেদ করতে প্রশাসনের দিনভর কর্মসূচি

কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চোলাই মদ উচ্ছেদ করতে আজ ২ মে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সকাল থেকেই প্রশাসনের তরফে দিনভর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিক ও আবগারী দপ্তরের ডেপুটি এক্সসাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরার উপস্থিতিতে আজ সকাল ১১ টা নাগাদ ঘাটালের দৌলতচোক মনসুকা ২ গ্রামপঞ্চায়েতে অফিসে শুরু হয় এই বিশেষ কর্মসূচি। তারপরে বিকেলে মনসুকা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলে হয় এই সচেতনতা শিবির। সেখানে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, এই বিষ মদ তৈরী বন্ধ হবে সবাইকে আরও এগিয়ে আসতে হবে। মহকুমা শাসক আরও বলেন, আমাদের প্রশাসনের কাছে তথ্য পাঠান কে কে তৈরী করছে মদ এবং সেই মদ কারা পাচার করছে।
সভায় উপস্থিত সবাইকে প্রশাসনের তরফে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে, এই বিষ মদের কারবার উচ্ছেদ করতে। সন্ধ্যা পর্যন্ত এই সচেতনতা শিবির চলে। ডেপুটি এক্সসাইজ কালেক্টর বলেন যখন ফোন করবেন, তখনি ছুটে আসবো। আপনারা সবাই একজোট হয়ে আমাদের পাশে না থাকলে আমাদের পক্ষে সম্ভব হবে না, বিষ মদ উচ্ছেদ করা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।