সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাপের বাড়ি থেকে মারুতি করে লোকজন এনে শ্বশুর বাড়িতে চড়াও হয়ে শ্বশুর বাড়ির লোকজনকে
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মারধর। আহত(Injured) কমপক্ষে তিনজন। তাদের মধ্যে দু’জন ভর্তি ঘাটাল হাসপাতালে(Ghatal Hospital), আহতদের মধ্যে রয়েছে শিশুও(Child)। ঘটনা দাসপুর(Daspur) থানার গোবিন্দপুর(Gobindapur) এলাকায় উত্তর ধান্যখাল গ্রামের। অভিযোগ, আজ বুধবারের বেলা প্রায় ১০টা নাগাদ ওই গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ দোলই এর বাড়িতে তারই স্ত্রী সুনিতা দোলই মারুতি করে জনা পাঁচেক লোকজন এনে বাড়ির তালা ভেঙে আলমারির তালা ভেঙে জিনিসপত্র জামাকাপড় বস্তাবন্দি করতে থাকে। রামকৃষ্ণ তখন বাড়ির বাইরে। সে রাজমিস্ত্রীর কাজ করে। বাড়ির অন্যান্য সদস্যরা বাধা দিলে তাদের উপর একেবারে প্রাণঘাতী হামলা ওই বৌমা সুনিতা এবং তার মা করুণা জানার। পরে রামকৃষ্ণ ও তার মেয়েকেও প্রাণে মারার চেষ্টা। জানা গিয়েছে, বৌমা দীর্ঘদিন ধরেই শ্বশুর বাড়িতে নেই। তারই মাঝে বুধবার শ্বশুর বাড়িতে এসে বলা চলে হামলা চালায় সে। আহত পরিবারের ৩ জন তাদের মধ্যে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। জানা গেছে বৌমা ও তার দলবলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










