লকডাউনে রক্তদান শিবির কী ভাবে আয়োজন করবেন?

সুইটি রায়: লকডাউন হোক বা রাজনৈতিক দলের হরতাল হোক। রক্তের চাহিদা সবদিনই থাকে। নিয়মিত রক্তের জোগান না থাকলে অনেককেই তাঁদের প্রিয়জনকে অকালে হারাতে হতে পারে। তাই পূর্ণলকডাউনে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য সরকার একটি নির্দেশিকা জারি করেছে[লিঙ্ক👆]। সেই নির্দেশিকাতে যা বলা রয়েছে সেটাই এখানে সংক্ষেপে জানানোর ব্যবস্থা করা হল।
যে সংস্থা বা ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করতে চায় তাদেরকে প্রথমে রক্তদাতাদের একটি তালিকা তৈরি করতে হবে। 🩸তারপর এখান থেকে এই আবেদনপত্রটি [লিঙ্ক👆]ডাউনলোড করতে হবে। 🩸যতজন রক্ত দিতে চান তাঁদের প্রত্যেকের নামে-নামে পূরণ করতে 🩸সংস্থা বা ক্লাবের পক্ষ থেকে এক জনকে সমস্ত আবেদনপত্রগুলি নিয়ে ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসারের কাছে গিয়ে অনুমোদন করিয়ে নিয়ে আসতে হবে। 🩸ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার তাঁর ব্যাঙ্কের পরিস্থিতি দেখে(সংশ্লিষ্ট দিনে রক্তদান শিবিরের আয়োজন করা যাবে কিনা, কত জনের রক্ত নেওয়া যাবে, ইত্যাদি) প্রত্যেকটি আবেদনপত্র অনুমোদন করে দেবেন। 🩸ক্লাব বা সংস্থার পক্ষ থেকে প্রত্যেক ইচ্ছুক রক্তদাতাকে ব্লাড ব্যাঙ্কের অনুমোদন করা আবেদনপত্রগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। 🩸রক্তদান শিবিরের দিনে ইচ্ছুক রক্তদাতা সেই আবেদনপত্র এবং নিজের একটি পরিচয়পত্র নিয়ে রাস্তায় বেরোলে কোনও রকম পুলিশ বা প্রশাসনিক হেনস্তার মুখে পড়তে হবে না। এনিয়ে আরও কোনও কিছু জানার থাকলে সরাসরি ০৩২২৫২৫৫০৩১/০৩২২৫২৫৫০৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]