উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান করে নিল চন্দ্রকোণার ছাত্র

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করল চন্দ্রকোণার সীতানগর গ্রামের রাকেশ মালস। ৫০০ নম্বরে মধ্যে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানাধিকারী চন্দ্রকোণার মেধাবী ছাত্র রাকেশ মালস। কোভিড পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হয়নি, মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ও একাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দীর্ঘ টালবাহনার পর বৃহস্পতিবার দুপুরে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে রাজ্যে

দশম স্থানাধিকারীদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দুজন রয়েছে। এই দুজনের মধ্যে চন্দ্রকোণা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সীতানগর গ্রামের রাকেশ মালস মোট ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানাধিকারী। ফল জানার পর রাকেশ ও তাঁর পরিবার খুশি হলেও মন ভারাক্রান্ত কারণ যদি পরীক্ষায় বসার সুযোগ মিলতো,এমনটাই আক্ষেপ রাকেশ ও তাঁর বাবা সমর মালসের। বরাবরই পড়াশোনায় মেধাবী চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের ছাত্র রাকেশ। সমরবাবুর দুটি ছেলে, তাঁদের মধ্যে রাকেশ বড়ো, চাষাবাদের

সাথে ব্যবসার সাথে যুক্ত কিন্তু কোভিডের কারণে ব্যবসা তলানিতে ঠেকেছে তাই  বর্তমানে চাষাবাদ করেই সংসার চলে। রাকেশ জানিয়েছেন, আগামীদিনে মেডিক্যাল নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর। বর্তমানে বাড়ি থেকেই অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। দ্রুত কোভিড পরিস্থিতি শেষ হোক এবং স্বাভাবিক পড়াশোনার ছন্দে ফিরতে চান চন্দ্রকোণার এই মেধাবী ছাত্র। আজ ২২ জুলাই বিকেল নাগাদ রাকেশের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় জেলা ও ব্লক শিক্ষা দপ্তরের তরফে,পাশাপাশি রাকেশের হাতে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান চন্দ্রকোণা-২ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল শ্রীকান্ত দোলই সহ অন্যান্য আধিকারিকেরা। রাকেশের এমন রেজাল্টে খুশির আমেজ সারা মহকুমা জুড়ে। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।