করোনা: ঘাটালে বাড়িতে বসে নামাজ পড়ার আর্জি ইমামের

নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রমণ ঠেকাতে বাড়িতে বসে নামাজ পড়ার নির্দেশ দিলেন ঘাটাল শহরের আলামগঞ্জ জু্ম্মা মসজিদ কমিটি। শহরের মোতি সিনেমার পেছনে শহরের সবচাইতে বড় ওই জুম্মা মসজিদটি রয়েছে। জুম্মা মসজিদের ইমাম ওবায়দুল্লাহ মাইক প্রচার করে জানিয়ে দেন,  এই করোনা সংক্রমণ উদ্ভুত পরিস্থিতি যত দিন না স্বাভাবিক হয় তত দিন নিজ নিজ বাড়িতে জুম্মার নামাজ পড়তে হবে। মসজিদে আসার দরকার নেই। জুম্মার নামাজ পড়ার জন্য ওই এলাকার মুসলিম পল্লিতে একটি বিশেষ মাইকের ব্যবস্থাও করা হয়েছে। ওই পাড়ার বাসিন্দা তথা কুশপাতার মোবাইল কেয়ারের কর্ণধান রেজাউল মল্লিক বলেন, ইমামের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। আমরা ওই নিয়ম মেনেই নামাজ পড়ার জন্য তৈরি। প্রসঙ্গত, ওই জুম্মা মসজিদে জুম্মা নামাজের সময় এক সঙ্গে প্রায় ২০০-২৫০জন নামাজ পড়েন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!