ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান করে নিল চন্দ্রকোণার এক শিশু

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: খুব ছোট বয়সেই নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিল চন্দ্রকোণা-১ ব্লকের জয়ন্তীপুরের সোয়েতা দত্ত। সোয়েতার বয়স এখন পাঁচ বছর আট মাস। সে বর্তমানে ইন্টার ন্যাশনাল স্কুলের সিনিয়র কে.জির ছাত্রী। এই বয়সে নিজের স্মরণ শক্তির প্রতিভার দ্বারা জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার এই সাফল্যে সারা ঘাটাল মহকুমার বাসিন্দারা গর্ববোধ করছে। সোয়েতার এই কৃতিত্বের কথা জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে অনেকেই সোয়েতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোয়েতার বাবা অভিজিৎ দত্ত মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের একজন গণিতের শিক্ষক এবং মা সুদেষ্ণা দত্ত গৃহবধূ। সোয়েতার বাবা অভিজিৎবাবু জানান, মেয়ের মধ্যে যে অসাধারণ প্রতিভা রয়েছে তা ছোট থেকেই বুঝতে পেরেছি। সোয়েতার খুব অল্প বয়স থেকেই যে কোনও কিছু মনে রাখার ক্ষমতা রয়েছে। ধীরে ধীরে তাঁরা দেখলেন যেকোনও কিছু দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারে। একসাথে ১১১ টি ভিন্ন প্রজাতির পাখির নাম মনে রাখতে পারে। শুধু তাই নয় পাখি দেখে তার নাম পর্যন্ত বলে দিতে পারে। কী ভাবে সোয়েতা পাখিদের নামগুলি নিমেষের মধ্যে বলে দিচ্ছে সেটা দেখতে হলে  পাশের লিঙ্কটিতে ক্লিক করতে পারেন। [•ভিডিও: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/videos/599737037664245 ]

সুদেষ্ণাদেবী বলেন, মেয়ের এই প্রতিভা দেখেই আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এবছর ১০ জুন নাম পাঠাই। সেখানে মাত্র ২ মিনিট ৩৪ সেকেন্ডের মধ্যে ১১১ টি পাখির নাম একসাথে বলতে সমর্থ হয়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সোয়েতার নামে ‘অ্যাচিভার প্যাক’ পাঠানো হয়। ১২ জুলাই   আমরা ওই  ‘অ্যাচিভার প্যাক’টি  পেয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে যাই।  ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের সংস্থার বইতে সোয়েতার এই কৃতিত্ব সম্বন্ধে বিস্তারিত লেখা থাকবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015