বা­ড়ির সামনের ডাকঘরেই সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে

মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ,ঘাটাল: পোস্ট অফিসের যাবতীয় কাজ করার জন্য দূরের পোস্ট [মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140] অফিসে যাওয়ার দরকার নেই। বাড়ির সামনের শাখা পোস্ট অফিস থেকেই কাজগুলি অনায়াসে করা যেতে পারে। এ বিষয়ে আমরা অনেকেই হয়তো জানি না। তাই অনেক সময় চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার সহ অন্যান্য কাজগুলি করার জন্য ছুটে যাই দূরের সাব পোস্ট অফিসে অথবা মুখ্য ডাকঘরে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘাটাল মহকুমায় আটটি সাব পোস্ট অফিস রয়েছে। ঘাটাল, দাসপুর, সেকেন্দারি, খেপুত, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর ও চন্দ্রকোণায়। এই আটটি সাব পোস্ট অফিসের অধীনে সব মিলিয়ে মোট ৯৭টি ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ শাখা ডাকঘর রয়েছে। আর প্রত্যেকটি শাখা ডাকঘর থেকে চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার সহ অন্যান্য কাজগুলি করা যাবে।
অনেক সময় অভিযোগ শোনা যায়, ব্রাঞ্চ পোস্ট অফিসে চিঠি রেজিস্ট্রি, স্পিড পোস্ট, ইএমও তথা ইলেক্ট্রনিক মানি অর্ডার করতে চায় না। এই অভিযোগ ঠিক নয়। প্রত্যেক ব্রাঞ্চ পোস্ট অফিসই এই কাজগুলি করতে বাধ্য। ডাকবিভাগ থেকে জানানো হয়েছে, যদি কোনও ব্রাঞ্চ পোস্ট অফিস কারণ দেখিয়ে স্পিডপোস্ট, ইএমও বা রেজিস্ট্রি করতে না চায় তাহলে সেই ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বিরুদ্ধে ঘাটাল সাবডিভিশন ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস সরাসরি অভিযোগ জানানো যাবে। সাবডিভিশন ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস ঘাটাল মুখ্য ডাকঘরে বসেন। পোস্ট কার্ডে চিঠি দেওয়ার মাধ্যমেও অভিযোগ করা যাবে।
কিছু দিন আগে ঘাটাল মুখ্য ডাকঘরে স্পিডপোস্ট করতে গিয়ে একটি গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, ওইদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ছিল। সেজন্য প্রচুর ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা ঘাটাল মুখ্য ডাকঘরে ভিড় করেছিলেন স্কলারশিপের আবেদনপত্র স্পিডপোস্ট করার জন্য। ঘটনায় ছাত্রছাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। সেইসঙ্গে ওই পোস্ট অফিসের কর্মীদেরও সমস্যায় পড়তে হয়েছিল। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেই সমস্ত কাজ করা যাবে এই বিষয়টি অনেকেই জানেন না বলেই ওইদিন ঘাটাল পোস্ট অফিসে ওই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015