দাসপুরের ফেরিওয়ালাকে ঘিরে চাঞ্চল্য, পুলিশ আটক করেছে তাকে

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ রবিবারের বেলা গড়াতেই দেখা যায় বাড়ি বাড়ি ফেরি করছেন এক ব্যক্তি।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পরে গ্ৰামেরই লোকজন তাকে ধরে পুলিশে ধরিয়ে দিল। ঘটনায় চাঞ্চল্য দাসপুর থানার (daspur police station) জগন্নাথপুরে। অচেনা ওই ব্যক্তির বাইকে আছে টিভি, শাড়ি পাশাপাশি গ্যাসের ওভেন। ওই ব্যক্তি মূলত গৃহস্থকে বলছেন তার কাছে আছে এক টিকিট (ticket) আর সেই টিকিট কিনে স্ক্র্যাচ করলেই ভাগ্য সহায় হলেই মিলে যাবে হাজার হাজার টাকা দামি টিভি ছাড়াও নানান সব ইলেকট্রনিক্স গ্যাজেট (Electronics Gadgets)। তবে টিকিটের মূল্য প্রায় সাড়ে ৭ হাজার টাকা। দাসপুরের জগন্নাথপুরের তপন ভুঁইয়া ওই অচেনা ব্যক্তির থেকে ২৯ অক্টোবর রবিবার নেন ওই টিকিট। টিকিট স্ক্র্যাচ(scratch) করতেই জিতে যান টিভি। কিন্তু টিভির বিল বা ওয়ারেন্টি কার্ড (warranty card) চাইতেই বাঁধে বিপত্তি। কোন কোম্পানি, কীভাবে সার্ভিস সব নিয়ে বাঁধে ঝামেলা। অচেনা ওই ব্যক্তিকে ঘিরে ধরে ওই এলাকার মানুষ। নাম পরিচয় নিয়ে বাঁধে সংশয়। নিজের পরিচয়পত্র(identity card) দিতে পারেনি সে। উল্টে পরিস্থিতি বেগতিক দেখে সে পালানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দাসপুর পুলিশে (daspur police)। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে সে জানায়, মুর্শিদাবাদ জেলা থেকে সে এসেছে। তবে বাইক বা বাইকে থাকা জিনিসপত্রের কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারছে না। প্রাথমিকভাবে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। দাসপুর এলাকায় দিনেদুপুরে এই ধরনের হকারের (hawke) বাড়বাড়ন্ত যথেষ্ট হারে বাড়ছে। অন্যদিকে চুরি, ছিনতাইয়ের (snatch) ঘটনাও লাগাতার বেড়ে চলেছে। অচেনা অজানা এমন কোনও ব্যক্তিকে দেখলেই সচেতন থাকুন। বৈধ কাগজপত্র (Vaild paper) ছাড়া অচেনা এইসব ব্যক্তিদের থেকে কিছু কেনার বা বেচার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/