জাড়া স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ছাত্রছাত্রীদের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয় গোটা রাজ্য জুড়ে। মাথা হেট হয়ে যায় বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমার মানুষদের। পরিস্থিতি এমন হয় ছাত্রছাত্রীরা রাস্তাঘাটে বের হলে তাদেরকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। এরকম অবস্থায় আজ মঙ্গলবার চন্দ্রকোণার জাড়া স্কুলে জেলা আইনি সহায়তা কেন্দ্রের সহযোগিতায় জাড়া স্কুলে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা জর্জ কোটের বিচারক সম্রাট রায়, চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, রামজীবনপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুনিতা রানা প্রমুখ। আলোচকরা ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও সঠিকভাবে পথ চলার দিকগুলি তুলে ধরেন। বিদ্যালয় একটি মন্দির বিদ্যালয়ের মর্যাদা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তার চেষ্টা সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকার প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে। জাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিরণময় মুখার্জী বলেন আজকের এই আইনি সচেতনতা শিবির থেকে আশা করি ছাত্রছাত্রীরা শৃঙ্খলা পরায়ন এর উপর জোর দেবে এবং আগামী দিনের পথ চলায় তারা নিজেদেরকে সঠিক পথে চালিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]