আন্তর্জাতিক সেরা বিজ্ঞানীদের তালিকায় দাসপুরের জিতেন্দ্রনাথ রায়

দেবাশিস কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  আন্তর্জাতিক সেরার তালিকায় নাম উঠল ঘাটালের ভূমিপুত্র তথা বর্তমানে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক জিতেন্দ্রনাথ রায়ের। ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞানীদের নামের ওই তালিকা প্রকাশ করা হয়েছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গোটা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত উল্লেখযোগ্য দুই শতাংশ শিক্ষকদের নাম ওই তালিকায় স্থান পেয়েছে। ১৯ অক্টোবর প্রকাশিত ওই তালিকায় রয়েছে ভারতের ৩,৩৫১ জন গবেষকের নাম। তার মধ্যে জিতেন্দ্রবাবুর নামও রয়েছে। জিতেন্দ্রবাবু

জানান, তাঁর গবেষণার বিষয় হল অপটিক্স, অপটো-ইলেকট্রনিক্স, অপটোস্পিনট্রোনিক্স। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দিত করা হয়েছে।
দাসপুর-২ ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা জিতেন্দ্রনাথ রায়ের প্রাথমিক ছাত্রজীবন কেটেছে তাঁর বাবা বিদ্যুৎ রায়ের স্কুল থেকে। খানজাপুর ইউনিয়ন হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করে মেদিনীপুর কলেজে পদার্থবিদ্যায় স্নাতক হন। তারপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান দখল করে রৌপ্যপদক পান। এরপর স্কুল সার্ভিস পরীক্ষায় পাশ

করে চাকরি নিয়ে চলে যান বিহারে। ওই চাকরি চলাকালীনই পদার্থবিদ্যায় গবেষণা করার পরিকল্পনা মাথায় আসে। সেইসময় ভারত সরকার আয়োজিত পি.এইচ.ডি স্কলারশিপ পরীক্ষা তথা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে পাশ করে সিনিয়র রিসার্চ ফেলোশিপ পান। শুরু হয় গবেষণা এবং ১৯৯৭ সালে লাভ করেন পি.এইচ.ডি ডিগ্রি। এর পর পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় চাকরির অভিজ্ঞতা অর্জন করেছেন জিতেন্দ্রবাবু। প্রথমে ফারাক্কা ন্যাশনাল থার্মাল পাওয়ারে চাকরি নেন। এরপর যথাক্রমে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ, ত্রিপুরার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষকতা এবং সহকারী অধ্যাপনার দায়িত্ব সামলেছেন। অধ্যাপনা চলাকালীন চীন এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইনস্টিটিউটে সংশ্লিট বিষয়ে গবেষণাপত্র পরিবেশন করেন। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর গবেষণার বিষয় নিয়ে অসংখ্য সেমিনারে অংশ নিয়েছেন তিনি। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
২০১৬ সাল থেকে জিতেন্দ্রবাবু আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি এবং ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা পূজা দে ভাবা অটোমিক গবেষণা কেন্দ্র থেকে পাওয়া একটি প্রজেক্ট তথা ‘অপটিক্যাল ফটো লাইট ডিটেক্টর’-এর উপর কাজ করছেন। উল্লেখ্য, এপর্যন্ত তিনি ১৫০ এর বেশি গবেষণাপত্র জমা করেছেন। যেগুলি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং বিষয়গুলি আলোচিত হয়েছে বিভিন্ন কনফারেন্সে। ইতিমধ্যে তিনি পদার্থবিদ্যার উপর তিনটি গ্রন্থও রচনা করেছেন।
্ জিতেন্দ্রবাবুর ধারাবাহিক সাফল্যে খুশি তাঁর গ্রাম সহ সারা ঘাটাল মহকুমার মানুষ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!