মেদিনীপুর জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

মেদিনীপুর জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
[ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, ভারত সরকার]
👉ভর্তির জন্য আবেদন করতে পারবে—
•যে জেলায় জওহর নবোদয় বিদ্যালয় আছে এবং যেখানে ভর্তি হতে ইচ্ছুক সেই জেলার গভ./ গভ. স্বীকৃত স্কুলে ২০২২- ২৩ শিক্ষাবর্ষে  পঞ্চম শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীরা এবং জেলার প্রকৃত বাসিন্দারা আবেদনের জন্য যোগ্য।
•প্রতিটি শ্রেণিতে সম্পূর্ণ শিক্ষাবর্ষে পাঠরত এবং গভ./ গভ. স্বীকৃত স্কুল থেকে তৃতীয় এবং চতুর্থ শ্ৰেণি উত্তীর্ণ এবং জন্মের তারিখ ০১.০৫.২০১১ থেকে ৩০.০৪.২০১৩ তারিখের মধ্যে হতে হবে। (উভয় তারিখ অন্তর্ভুক্ত)।
👉যে-সমস্ত সুযোগ-সুবিধে রয়েছে—
•বিনামূল্যে শিক্ষা, থাকা এবং খাওয়ার ব্যবস্থা। মাইগ্রেশন স্কিমের মাধ্যমে প্রশস্ত সাংস্কৃতিক বিনিময়।
•প্রতিটি জেলায় কো-এডুকেশনাল রেসিডেন্সিয়াল স্কুল।
•ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল।
•স্পোর্টস অ্যান্ড গেমস’র প্রোমোশন।
•এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডস এবং এনএসএস।
👉আবেদন করবেন: https://navodaya.gov.in/
ঠিকানা: Jawahar Navodaya Vidyalaya, Village Muradanga, Medinipur, District Paschim Medinipur, West Bengal, INDIA PIN -721102 Telephone Number: 03222-205750 E-mail: [email protected]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।