জোতভগবান হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান

শান্তনু দাস: আজ ৬ মার্চ থেকে দাসপুর-২ ব্লকের জোতভগবান হাইস্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হল। উৎসব উপলক্ষে আজ  সকালে স্কুলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্কুলের গ্রামের একাংশ পরিক্রমা করে।  অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি’র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত প্রমুখ।ওই স্কুলে কোনও মনীষীর মূর্তি ছিল না।  অনুষ্ঠান উপলক্ষে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে   স্কুল চত্বরে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নেতাজির  মূর্তি বসানোর ব্যবস্থা করা হয়। সবুজায়নের লক্ষ্যে স্কুলের পক্ষথেকে এদিন ছাত্রছাত্রী ও অতিথিদের হাতে চারাগাছও বিতরণ করা হয়।   স্কুলের প্রধান শিক্ষক স্বপন মেট্যা বলেন, স্কুলের উৎসবটি রবিবার পর্যন্ত চলবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!