জেলা পেরিয়ে রাজ্যের কলা উৎসবে যাচ্ছে ঘাটালের ছাত্রছাত্রীরা

সোমেশ চক্রবর্তী, অতিথি সাংবাদিক,’স্থানীয় সংবাদ’: জেলাস্তরীয় কলা উৎসবে বিজয়ী হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীরা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পশ্চিম মেদিনীপুর সমগ্ৰ শিক্ষা মিশনের আয়োজনে অনুষ্ঠিত হল কলা উৎসব ২০২২-‘২৩। ১৬ ও ১৭ অক্টোবর জেলাস্তরের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল। মহকুমাস্তর পেরিয়ে ঘাটাল মহকুমা থেকে ৩৮ জন ছাত্রছাত্রী জেলাস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে যারা প্রথম স্থান দখল করেছে তারা আবার রাজ্যের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।

যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ জেলায় প্রথম হয়ে রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে •হাটসরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন থেকে দেবাঞ্জন পানিগ্ৰাহী অঙ্কনে, শিল্পা পাত্র ভিজ্যুয়াল আর্টে, সঙ্গীতা মান্না ইন্সট্রুমেন্টাল মেলোডি মিউজিকে বালিকা বিভাগ থেকে। নন্দনপুর হাইস্কুলের অনন্যা মাইতি লোকসঙ্গীতে।  পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির থেকে পিয়াস চক্রবর্তী লোকসঙ্গীতে। দাসপুর বিবেকানন্দ হাইস্কুল থেকে কঙ্কনা কুইল্যা যন্ত্রসঙ্গীতে। বীরসিংহ ভগবতী বিদ্যালয় থেকে পূর্বাশা ঘোষ লোকনৃত্যে এবং ক্ষীরপাই বালিকা বিদ্যালয় থেকে সপ্তদীপা খান অঙ্কন প্রতিযোগিতায় রাজ্যে যাচ্ছে।

রাজ্যস্তরের প্রতিযোগিতাটি ২৮ নভেম্বর হওয়ার কথা আছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015