স্কুলে মঞ্চ নির্মাণ করে দিলেন স্বর্ণ শিল্পী

শ্রীকান্ত ভূঁইঞা: দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী আড়াই লক্ষ টাকা ব্যয় করে গড়ে দিলেন স্কুলের অনুষ্ঠান মঞ্চ। ২৭ অক্টোবর দীপাবলির সন্ধ্যায় খুকুড়দহ চক্রের জগন্নাথপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই অনুষ্ঠান মঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঋষিকেশ মাইতি, দাসপুর পঞ্চায়েত সমিতির সদস্য রামচন্দ্র মাইতি প্রমুখ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত দিণ্ডা বলেন, এই গ্রামের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কাশীনাথ মাইতি তাঁর মা সত্যবালাদেবীর স্মৃতির উদ্দেশ্যে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে আমাদের বিদ্যালয়ে এই কংক্রিটের সভা মঞ্চটি গড়ে দেন। কাশীনাথবাবুর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কারণ, এই ধরনের একটি মঞ্চ স্কুলের খুবই দরকার ছিল। স্বর্ণশিল্পীরা যদি এই ভাবে সামাজিক গঠনমূলক কাজে এগিয়ে আসেন সত্যিই সমাজ আরও সমৃদ্ধ হবে । •ছবিটি কাশীনাথ মাইতির।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/