চকের উপর কেদারনাথ মন্দির তৈরি করলেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়িতে বসেই কেদারনাথ দর্শন, চক পেনসিল কেটে তৈরি হল কেদারনাথের মন্দির। এমনই এক  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কেদারনাথের মন্দির গড়ে তাক লাগালেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক। চন্দ্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে তাঁর বাড়ি। শুভজিতের তৈরি কেদারনাথ মন্দিরের উচ্চতা ৫ সেন্টিমিটার চওড়া ৩.৫ সেন্টিমিটার আর তার মধ্যেই রয়েছে সূক্ষ্মভাবে মন্দিরের কারুকার্য। ছোটবেলা থেকেই শুভজিতের লেখাপড়ার মাঝে ছিল ছবি আঁকার ইচ্ছে। বর্তমানে ইংরেজিতে স্নাতক এবং বিএড সম্পন্ন করে বাড়ি থেকে বিভিন্ন কমপিটিটিভ পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মাইক্রো আর্টের কাজ চালিয়ে যাচ্ছেন জোরকদমে। প্রায় দু-আড়াই বৎসর ধরে মাইক্রো আর্টের কাজ শুরু করেছেন শুভজিৎ। এর আগেও শুভজিৎ বেশ কয়েকটি সুদক্ষ হাতের কাজ করে তাক লাগিয়েছিলেন। লেট পেন্সিল কেটে বানিয়েছিলেন ক্ষুদ্রতম অশোক স্তম্ভ, আর তাতে তাঁর ইন্ডিয়া বুক অব রেকর্ডে নামও উঠেছিল। এমনকি করোনার সময় পেপার কাটিং করে এঁকেছিলেন একই মেড়ে দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। শুধু তাই নয়, শুভজিতের বাড়িতে সুন্দর সুন্দর হাতের কাজের ছড়াছড়ি। শুভজিত বলেন, দু’বছর করোনার জেরে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা,এবছর পুনরায় তা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর, যাওয়া কবে হবে জানেন না তিনি। কিন্তু বাড়িতে বসেই তাঁর কেদারনাথ দর্শন তাঁরই নিজের হাতের শিল্পকলা দিয়ে বানানো কেদারনাথ মন্দিরে। প্রায় ৮ ঘন্টার প্রচেষ্টায় তিনি হুবহু তৈরি করলেন কেদারনাথ মন্দির। আর এই কেদারনাথের কারুকার্য তাক লাগিয়েছে এলাকার মানুষজনকে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]