ক্ষীরপাইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিঁচুড়িতে কেন্নো, চরম উত্তেজনা

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিঁচুড়িতে কেন্নো, ঘটনায় চরম উত্তেজনা ক্ষীরপাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গঙ্গাদাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ বুধবার এই নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের যে খিঁচড়ি দেওয়া হয়েছিল, সেই খিঁচড়ি শিশুর মায়েরা বাড়িতে নিয়ে গিয়ে দেখেন তাতে কেন্নো। সঙ্গে সঙ্গে ফোন করে তারা বিষয়টি জানান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে। ঘটনাকে ঘিরে ওইদিনই দেখা দিয়েছিল উত্তেজনা। কিন্তু সেই কথা জানাজানি হতেই আজ বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো একেবারেই জরাজীর্ণ, তার উপরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা থেকে শুরু করে রান্নিদের গাফিলতির ফলেই এমনটা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে এই কেন্দ্রটি। শুধু তাই নয়, রাতের অন্ধকারে এখানে দুষ্কৃতীদের মদের আড্ডা বসে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল। তামাক জাত দ্রব্যের প্যাকেট।

অভিভাবকদের এই সকল অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের শিক্ষিকা মিনা পাল। তিনি বলেন, ব্লক প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন সকলকেই জানিয়েছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভগ্নপ্রায় অবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশের কথা। কিন্তু এতদিনেও কোনও সুরাহা হয়নি। এখন দেখার এই ঘটনায় কতটা নড়েচড়ে বসে প্রশাসন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]