রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: মনসাপুজোকে কেন্দ্র করে নানান সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে মেতে উঠল এলাকার সবাই। দাসপুর-২ ব্লকের কিসমত ভগবতীপুর মনসা পুজো কমিটির উদ্যোগে আজ ২২ অক্টোবর রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৪৪ জন রক্তদান করেন। এছাড়াও অনুষ্ঠানে দুঃস্থদের বস্ত্রদান সহ কামালপুর ও খানজাপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত আশা কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের আমন্ত্রণ করে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান ওই পুজো কমিটির অন্যতম সদস্য তন্ময় দোলই। ওই পুজো কমিটির সম্পাদক সুদর্শন বাগ ও সভাপতি তারক দোলই জানান, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে নানান সমাজসেবামূলক অনুষ্ঠান করে আসছি। গত ১৯ অক্টোবর দু’দলের মহিলা ফুটবল প্রতিযোগিতাও হয়। তাতে শালবনী কিশলয় আকাদেমিকে কলকাতার শ্রীভূমি দল ৪-১ গোলে পরাজিত করে। তন্ময়বাবু বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, অসীম গুছাইত, মনোরঞ্জন চৌধুরি, প্রধান শিক্ষক নিমাইবাবু, মীরা সামন্ত প্রমুখ।
Home এই মুহূর্তে মহিলা ফুটবল, রক্তদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সবাই মেতে উঠল দাসপুরের কিসমত ভগবতীপুরের...
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...