নবমীতে খড়ারের মুখোপাধ্যায় পরিবারে কুমারী পুজো

তৃপ্তি পাল কর্মকার:নবমীতে কুমারী পুজো হল খড়ারে। দুর্গা পুজোর অঙ্গ হিসেবেই বহুপরিবারে এবং সর্বজনীন পুজো কমিটিতে কুমারী পুজোর আয়োজন করা হয়। এই কুমারী পুজোর চল অষ্টমী এবং নবমী—এই দু’দিনই করা যায়। তাই যাঁরা পুজোর আয়োজন করেন তাঁরা তাঁদের পূর্ব রীতি অনুযায়ী কেউ অষ্টমীতে কেউ বা নবমীতে এই পুজোর আয়োজন করে থাকেন। খড়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের মুখোপাধ্যায় পরিবারের কুমারী পুজো হয় নবমীর দিনে। এবার মুখোপাধ্যায় পরিবারে পুজোর জন্য কুমারী হিসেবে বেছে নেওয়া হয় ওই ওয়ার্ডেরই সোমনাথ শিরোমণি এবং সংহিতা শিরোমণির সন্তান আত্রেয়ী শিরোমণিকে। আত্রেয়ীর বয়েস ৬বছর। আপার নার্সারীর ছাত্রী  সে। •ভিডিও
ঘাটাল মহকুমার পারিবারিক পুজোর মধ্যে অন্যতম খড়ার শহরের মুখোপাধ্যায় পরিবারের এই পুজো।   ৩০০ বছরের প্রাচীন এই পারিবারিক পুজোর সমস্ত রীতিনীতি পালন করা হয় নিষ্ঠা ভরে। এই পরিবারে নবমীতেই কুমারী পুজোর প্রথা রয়েছে।  এই পরিবার সূত্রে জানানো হয়েছে, পূর্ব রীতি মতো  সুলক্ষনা বাহ্মনকন্যাকে কুমারী নির্বাচন করে তার পুজো করা হয়। এবছর কুমারী পুজোর জন্য নির্বাচিত করা হয়েছে  আত্রেয়ী শিরোমণিকে।
বেশ কিছু দিন আগেই আত্রেয়ীকে এবছর কুমারী হিসেবে পুজো করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সুখবর সুনিশ্চিত হবার পর থেকেই আত্রেয়ী তো বটেই সেই সঙ্গে তার  পরিবারের সবাই এই দিনটির প্রতীক্ষায় দিন গুণছিলেন। আজ ওই পরিবারে খুশির আমেজ  ছিল চোখে পড়ার মতো।  কুমারী হিসেবে মেয়ের পুজোতে  বিশেষ আবেগে আপ্লুত আত্রেয়ীর মা সংহিতা শিরোমণি। তাঁর সীমাহীন খুশি হওয়ার পেছনে অন্য একটা কারণও রয়েছে। সংহিতাদেবী জানালেন, তিনিও   ৬ বছর বয়েসে কুমারী হিসেবে পুজিত হয়েছিলেন কামার পুকুর রামকৃষ্ণ আশ্রমে। তার মেয়েও দেবী দুর্গার পুজোতে কুমারী নির্বাচিত হয়েছে বলে সংহিতার অদ্ভূত ভালোলাগা কাজ করছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!