দেবাশিস কর্মকার: দাসপুর সাহিত্য সংসদের বাৎসরিক সাহিত্য সভার আয়োজন হল। আজ ৮ ডিসেম্বর রবিবার দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের সভাগৃহে ওই মনোজ্ঞ অনুষ্ঠানটি চলছে। সংসদের সম্পাদক ও সহ-সম্পাদক তথা পুলক রায় এবং তারাশঙ্কর দাসবৈরাগী জানালেন, এবছর অনুষ্ঠানটি সতেরো বছরে পা দিল। ওই সংসদের সভাপতি নবীনচন্দ্র বেরা বলেন, এলাকার বিশিষ্ট সাহিত্যিকদের সমাবেশে কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা মিলিয়ে ভরে উঠেছে সভা। জানা গিয়েছে আজ সারাদিনব্যাপী ওই অনুষ্ঠানটি চলবে।
এই মুহূর্তে
পথ দুর্ঘটনায় গুরুতর জখম সিভিক
সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে দাসপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার। গুরুতর জখম অবস্থাতে তাকে উদ্ধার করে প্রথমে...