বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস: তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ঘাটালের যুবক

অভিযুক্ত যুবক শেখ রফিকুল আলি

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধারাবাহিক ভাবে সহবাস [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] করে শেষে প্রেমিকার সঙ্গে প্রতারণা। অন্য মেয়েকে বিয়ে করে  পালিয়ে গিয়েছিল ঘাটাল থানার মান্দারিয়ার যুবক শেখ রফিকুল আলি। শুধু তাই নয়, প্রেমের সুযোগে প্রেমিকার ১০ ভরি সোনার গয়নাও রফিকুল হাতিয়ে নেয় বলে অভিযোগ।  হতাশ প্রেমিকা ঘাটাল থানার আশ্রয় নিয়েছিলেন।  ১২ আগস্ট ২০২২ তার প্রেমিকা রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিস বুধবার কোয়েম্বাটোর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার ঘাটাল নিয়ে আসে। রবিবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা রফিকুলের প্রেমিকার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর করেছে। রফিকুলের বিরুদ্ধে ৩৭৬, ৪০৬, ৩১৩, ৪১৭ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ রফিকুলকে খুঁজছে।
অভিযোগকারী প্রেমিকার বাড়িও মান্দারিয়া গ্রামে। তিনি বলেন, আমাদের দুজনের পাশাপাশি বাড়ি। ১০ বছরের বেশি সময় ধরে প্রেম আমাদের। আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাসও করে রফিকুল। আমি একবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়ি। শান্তনু দোলই নামে এক হাতুড়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রফিকুল আমাকে ঘাটাল নিয়ে গিয়ে একটি নার্সিংহোমে আমার জোর করে গর্ভপাতও করিয়ে দেয়। বেশ কয়েক মাস হল আমাকে আর পাত্তা দিচ্ছে না।  ঘাটাল থানার শোলাগেড়িয়ার এক যুবতীকে বিয়ে করে নিয়ে তামিলনাড়ু পালিয়ে গিয়েছিল। রফিকুলের প্রেমিকা বলেন, আমি রফিকুলের শাস্তি চাই সেজন্য আইনের আশ্রয় নিয়েছি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।