স্কুল টাইমে স্কুল পালিয়ে প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধৃত ২

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে ফের স্কুলে ঢোকার সময় শিক্ষক-শিক্ষিকাদের কাছে ধরা পড়ল দুই ছাত্রী এবং তাদের বয়ফ্রেন্ডরা। দুই ছাত্রীকে স্কুল থেকে ছেড়ে দেওয়া হলেও তাদের প্রেমিকদের  আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনা দাসপুর-১ ব্লকের একটি নামি হাইস্কুলের। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, যথা সময় স্কুলে যাচ্ছি বলে বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়ে আসে ওই স্কুলের দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী। ওই ছাত্রীর এক জনের বাড়ি শ্রীরামপুরে অন্যজনের বাড়ি জ্যোৎবাণীতে। তাদের পরনে ছিল না স্কুলের পোশাক। ওই দুই ছাত্রী বাড়িতে বলে আসে, স্কুল থেকে তাদের দাসপুরে খেলতে নিয়ে যাবে তাই  স্কুলের পোশাক না পরলেও হবে। সেজন্যই তারা স্কুলড্রেস ছাড়াই ওই দিন স্কুলের উদ্দেশ্যে বের হয়। কিন্তু স্কুলে না ঢুকে স্কুলের সামনের একটি দোকানে নিজেদের স্কুল ব্যাগগুলি জমা দিয়ে প্রেমিকদের সঙ্গে বেরিয়ে যায় ঘুরতে। দীর্ঘক্ষণ দোকানে ব্যাগগুলি  পড়ে থাকায় ব্যাগের মালিকদের খোঁজ চলে। পরে জানা যায়, ওই ব্যাগ কোন দুই ছাত্রীর।
স্কুল কর্তৃপক্ষ সেই ব্যাগগুলি স্কুলে নিয়ে আসে। প্রেমিকের সঙ্গে ঘুরে স্কুলে ফিরে আসার সময়  তাদের হাতেনাতে ধরা হয়। সেইসঙ্গে তাদের প্রেমিকদের বাইক আটকে বাইকের চাবিগুলি খুলে নেওয়া হয়।  খবর দেওয়া হয় দাসপুর পুলিশে। দুই ছাত্রীর অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মিটিং হয়ে দুই ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও তাদের প্রেমিকদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার শ্রীরামপুরের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে এক যুবকের আলাপ হয়। সেই থেকেই শুরু হয় প্রেম। সোমবার ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে ঘুরতে যাবে বলে বাড়িতে মিথ্যে বলে বেরিয়ে যায়। সঙ্গে তার বান্ধবীকেও নিয়ে যায়। ওই ছাত্রীর প্রেমিকও তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তারপর ফিরে আসার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন স্কুলের শিক্ষকরা। আটক হওয়া দুই যুবকের এক জন মুর্শিদনগরের দোলইদের, অন্যজনের  খুকুড়দহ চক গোপালের দোলইদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।