বাড়ির লোকেরা সচেতন হলে এমন ঘটনা ঘটত না

•ফেসবুকের নতুন নিয়মের ফলে আমাদেরকে অনেক খবরের শিরোনাম এই ভাবে ঘুরিয়ে লিখতে হচ্ছে। কারণ, নতুন নিয়ম অনুযায়ী, শিরোনামে অনেক শব্দ ব্যবহার করা যায় না।
সোমেশ চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:সবার অলক্ষ্যে নদীতে(river) পড়ে গিয়ে প্রাণ গেল শিশুটির। শিশুটির নাম মানস ভুঁইয়া Manas Bhubia (৫)। বাড়ি ঘাটাল[Ghatal] থানার কুঠিঘাট শীতলপুরে। পুলিশ জানিয়েছে, তারা নদী থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করে।আজ ৬ সেপ্টেম্বর বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। শিশুটির পরিবারের তরফে জানা যাচ্ছে, তাদের বাড়ির পাশ দিয়েই শিলাবতী [Shilaboti]বয়ে গিয়েছে শিলাবতী নদী। বাড়ির সামনে কোনওভাবে খেলতে খেলতে পরিবারের সবার চোখের আড়ালে জলে পড়ে যায় এবং তাতেই শিশুটির এমন পরিণতি হয়। দীর্ঘক্ষণ শিলাবতীর জলে তল্লাশি চালানোর পর শিশুটির দেহ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। হয়তো পরিবারের লোক যদি একটু সচেতন থাকতেন তাহলে আজ শিশুটির এমন পরিণতি হত না বলে মনে করেছেন অনেকেই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।