ঘাটাল মহকুমার বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া

তনুপ ঘোষ ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার বালি মাফিয়া রাজ রুখতে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভুঁইয়া।  আজ ২৩ জুলাই ক্ষীরপাই এবং দাসপুরে দু’টি আলাদা জায়গায়  ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যায়ক্রমে দু’টি প্রশাসনিক সভা করেন। প্রত্যেক জায়গাতেই তিনি অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলেন। তিনি জানান, এলাকায় কোনও অবৈধ খাদান

চলবে না। তা দেখতে পেলেই প্রশাসনকে জানান। এমনকি বালি খাদানে কোন নেতা জড়িত থাকলে তার নাম জানানোর নির্দেশ দেন। দাসপুরে মন্ত্রী বলেন,  জেলার বালি মাফিয়াদের তালিকায় দাসপুরও রয়েছে। রাজনৈতিক রঙ না দেখে কড়া হাতে দাসপুরের এই বালি চুরি বন্ধ করুন। যদিও ইতি মধ্যেই দাসপুর ১ ব্লক ভূমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিকের তরফে লাগাতার হানা চলছে ব্লকের অবৈধ বালি খাদানগুলিতে।
শুধু বালি খাদান নয়। পুকুর ভরাট নিয়েও তিনি ক্ষুব্দ। ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার

এবং গ্রামপঞ্চায়েত এলাকায় জলাশয়গুলি ভরাট করে দেওয়া নিয়ে উদ্বিগ্ন   মন্ত্রী বলেন, এই ধরনের পুকুর ভরাটের মতো বেআইনি কাজ হলে আপনারা বিডিও অফিসে অভিযোগ জানান। সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মানসবাবু স্বভাবসুভাব ভাবে আজকের প্রশাসনিক সভায় বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং জনপ্রতিনিধিদের প্রকাশ্যেই  ধমক দেন। ধমক দেওয়ার আগেই সাংবাদিকদের জানিয়ে দেন তাঁরা যেন ভিডিও না তোলেন। গ্রামপঞ্চায়েত প্রধানদের বলেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। তাঁদের সমস্যার কথা জেনে সমাধান করার চেষ্টা করুন।
এদিন তিনি চন্দ্রকোণা-১ ও  চন্দ্রকোণা-২ ব্লকের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষীরপাই টাউন হলে প্রথমের প্রশাসনিক সভাটি করেন। তারপর বিকেলে দাসপুর মিলন মঞ্চে ঘাটাল, দাসপুর-১ এবং দাসপুর-২ ব্লককে নিয়ে একটি ধরনের সভাটি অনুষ্ঠিত হয়।  মন্ত্রী বলেন, জলসম্পদ দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তর গুলির সঙ্গে সমন্বয় সাধন  করার জন্যই এদিনেরএই প্রশাসনিক বৈঠক। কয়েক দিন আগে থেকেই জেলার বিভিন্ন ব্লকে এই বৈঠক শুরু হয়েছে।  এদিনই পশ্চিম মেদিনীপুর জেলায় এই বৈঠক শেষ হল। পরবর্তী পর্যায়ে রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনে বৈঠকের আয়োজন করা হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।