বদলির জন্য ঘুষ চাওয়ার অডিও ক্লিপ ফাঁস, ঘাটাল মনশুকা স্কুলের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ

মনসারাম কর, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বদলির নো অবজেকশন সার্টিফিকেট [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পেতে লাগবে টাকা। ঘুষ চাওয়ার ফোন রেকর্ড হলফনামা আকারে পেয়ে রাজ্যের ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টাকা চাওয়ার ওই অডিও রেকর্ড খতিয়ে দেখে সিআইডিকে এক মাসের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোট জমা দিতে বলেছে আদালত। পাশাপাশি এর পেছনে কোনও বৃহত্তর যড়যন্ত্র আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলা হয়েছে। তদন্তে স্কুল পরিচালন সমিতির সভাপতি অনুপকুমার সামন্ত ও অসিত কুমার গোশ্মামীকে জিঞ্জাসাবাদের পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। সিআইডি হাজিরাও নিশ্চিত করতে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এরকমই ঘটনা ঘটেছে ঘাটাল থানার মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের।
মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলে কর্মরত সহকারি শিক্ষক গণেশ রজক পারিবারিক অসুস্থতা দেখিয়ে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন করেছিলেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের হুমগড় এলাকায়। তিনি বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলি নিতে চেয়েছিলেন। প্রথমে তাঁর বদলির আবেদন খারিজ করে দেয় স্কুল পরিচালন সমিতি। আদালতে পেশ করা হলফনামায় ওই শিক্ষক জানান বদলির নো অজজেকশান সার্টিফিকেট ব্যবস্থা করিয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা দাবি করেন স্কুল পরিচালন সমিতির সদস্য অসিতকুমার গোশ্মামী। তিনি ১ লক্ষ  টাকা চেয়েছিলেন বলে হলফনামায় জানিয়েছেন শিক্ষক। মামলাকারি শিক্ষক সেই ফোন রেকর্ডের অডিও কলকাতা হাইকোর্টে পেশ করার পরেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পাল বলেন, নিয়ম অনুযআয়ী সিনিয়ারিটির ভিত্তিতে বদলির আবেদনের ১০ শতাংশ আবেদন কার্যকর করা হয়েছে। গণেশবাবু অন্যান্য আবেদনকারীদের থেকে কনিষ্ঠ, তাই স্কুল পরিচালন সমিতি নিয়ম অনুযায়ী তাঁর আবেদন খারিজ করেছে। তবে টাকার দাবি সংক্রান্ত ব্যাপারে আমি কিছুই জানি না। এই নিয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য অসিত কুমার গোশ্মামীকে বার বার ফোন করেও করেও উত্তর মেলেনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।