ঘাটালের মনশুকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল থানার দীর্ঘগ্রাম মনশুকা এলাকা বার বার রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হয়েছে। ১০ জুলাই শুক্রবার রাতেও মনশুকার ঘোড়ইঘাটে দীপঙ্কর শাসমল নামে এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কয়েকজনের বিরুদ্ধে। পেশায় গাড়িচালক দীপঙ্করবাবু জানান, ওই তারিখের রাত সাড়ে ১০ টার সময় মনশুকার ঘোড়ইঘাটে তাকে একা পেয়ে তৃণমূলের সাহেব দোলই, সুশীল আদক, তাপস দোলই সহ মেঠেলার বেশ কয়েকজন কর্মী তাকে কাছে ডাকে এবং বেল্ট দিয়ে মারধর করে। দীপঙ্কর আরও বলেন, সে বিজেপি করার কারণেই রাজনৈতিকভাবে এই মারধর। রাতেই তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে বিজেপি সমর্থকরা। বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি তারক বেরা বলেন, তৃণমূলের এই বাহিনী দীর্ঘদিন ধরেই ভারি রাত পর্যন্ত মনশুকা এলাকায় দাপিয়ে বেড়ালেও পুলিশ নিস্ক্রিয়। কালকের ঘটনার বিষয়ে এলাকার অঞ্চল সভাপতি ও ঘাটাল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কিংকর পণ্ডিত বলেন, এই নিয়ে তিনি কিছুই শোনেননি এবং জানেন না। তবে তৃণমূলের কোনও কর্মী এই ধরনের কোনও কাজে যুক্ত হওয়ার কথা নয়। এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রতিফলন ছাড়া আর কিছু নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।