বাজারে দুর্লভ লিকুইড হ্যান্ড ওয়াশ, অগত্যা ক্ষারসাবানেই মজেছে ঘাটালবাসি

শুভম চক্রবর্তী: সম্প্রতি করোনা আতঙ্কে জেরে বাজারে প্রবল চাহিদা লিকুইড হ্যান্ড ওয়াশ গুলির। হঠাৎ করেই বিপুল চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যটির সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছে মহাকুমার স্টকিস্ট থেকে দোকানদারেরা। বেশ কিছু ব্র্যান্ডের হ্যান্ড ওয়াস তো প্রায় অমিল। একই অবস্থা অনলাইন শপিং এর সাইটগুলির ক্ষেত্রেও।অধিকাংশ লিকুইড হ্যান্ড ওয়াশের দাম হয় এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটাই না হয় অর্ডার করার সময় দেখাচ্ছে”Out Of Stock”
আর এমন পরিস্থিতিতে মানুষজন আগ্রহ দেখাচ্ছেন ক্ষারসাবান গুলিতে। ঘাটাল শহরের স্টকিস্ট শ্রীমন্ত জানা বলেন করণা হয়েছে আতঙ্কের ছেড়ে হঠাৎ করেই লিকুইড হ্যান্ড ওয়াশ চাহিদা বেড়ে যাবে ভাবতে পারিনি।খুচরো দোকানদারের চাহিদা সামলাতেই হিমশিম খেতে হচ্ছে বেশ। কিছু ব্র্যান্ডের পণ্য তো পাওয়াই যাচ্ছে না। রথিপুরের বাসিন্দা পথিক মন্ডল বলেন সারা বছরই আমার লিকুইড হ্যান্ড ওয়াশ বাড়িতে লাগে কিন্তু সম্প্রতি ভাইরাস আতঙ্কে জেরে অর্ডার দিয়েও পাওয়া যাচ্ছে না। তাই ঘাটাল বাজারে এসেছিলাম যদি একসাথে অনেকগুলো ভালো ব্র্যান্ডের হ্যান্ড ওয়াস কিনতে। কিন্তু এখানেও একই অবস্থা তাই অগত্যা কয়েকটা ক্ষারসাবান নিয়েই ফিরছি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!