আমরা মধ্যবিত্ত?

আশিস সামন্ত [অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ, ঘাটাল]: মধ্যবিত্তের একটা আর্থিক সংজ্ঞা আছে। যাদের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি এবং ১৮ লক্ষ টাকার কম এবং মোট সম্পদের পরিমান সাত কোটির নীচে তারা মধ্যবিত্ত।কিন্তু আমাদের কাছে মধ্যবিত্ত কথাটা দৈনিক আয়ের উপর নয় বরং কি কাজ করে তার সঙ্গে জড়িত। আপনি দু টাকা রোজগার করেন না, বাবার হোটেলে বসে বসে খান, তবুও আপনি মধ্যবিত্ত। আর একজন লোডিং আনলোডিং মজদুর প্রতিদিন ১০০০ টাকা রোজগার করে কিন্তু সে নিম্নবিত্ত। আসলে এটা একটা মানসিকতা, আমরা মানসিক ভাবে মধ্যবিত্ত। পকেটে পয়সা না থাক তাই বলে কি সম্মান নেই? আমাদের বড় লজ্জা। লোকে কি বলবে? আমরা নিজেদের নিম্নবিত্ত বলতে লজ্জা পাই কিন্তু উচ্চবিত্ত হতে চেষ্টা করিনা।আমরা ঈর্ষা করি কিন্তু ঈর্ষণীয় হতে চাইনা। আমরা কোনও কাজের জন্য উপযুক্ত কিনা সেটা কখনো ভাবিনা। ভাবি কাজটা আমাদের উপযুক্ত কিনা। ডাইরেক্ট সেলিং? ছিঃ। সরকারী চাকরি? ওরা তো ঘুষ খায়। (আঙ্গুর ফল টক)। আমরা অভিযোগ করতে ভালোবাসি। আমরা সমালোচনা করতে ভালোবাসি। আমরা অজুহাত দেখাতে ভালোবাসি।আমরা সহানুভূতি পেতে ভালোবাসি। আমরা স্বীকৃতি পেতে ভালোবাসি। মধ্যবিত্ত জিন্দাবাদ।।

 

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015