ঘাটালে কেন্নো সেদ্ধ ICDS-এর খাবার খেয়ে অসুস্থ শিশু

রবীন্দ্র কর্মকার: আইসিডিএসের খাবারের সঙ্গে কেন্নো। সেই খাবার খেয়ে বমি শিশুদের। আজ ৬ জুলাই এমনই ঘটনা ঘটেছে ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের মালিক পাড়ায়। ওই সেন্টার থেকে ছেলে ঋকের জন্য প্রতিদিন খাবার নিয়ে যান ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু খাটুয়া। তিনি বলেন, আজ সেন্টার থেকে খাবার নিয়ে যাওয়ার পরই সেই খাবার খেতে শুরু করে দেয় আমার ছেলে। খেতে খেতে দেখা যায় খাবারের মধ্যে একটি আস্ত কেন্ন। ওই খাবার খাওয়ার পরই ঋক বমি করতে শুরু করে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়। খাবারের মধ্যে কেন্নো পাওয়া গিয়েছে এই খবর জানার সঙ্গে সঙ্গেই অন্যান্য পরিবারের শিশু ও প্রসূতিরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। কারণ তাঁদের অনেকে তার আগেই খাবারটি খেয়ে নিয়েছিলেন। ওই আইসিডিএসের কর্মী দীপ্তি অধিকারী বলেন, খাবারে কেন্নো পড়ার ঘটনাটি জানা নেই। আগামীকাল গিয়ে খোঁজ নেব।
ওই ওয়ার্ডের বাসিন্দা লাল্টু মাজি বলেন, আমাদের এই সেন্টারের খাবারের মান অত্যন্ত খারাপ। রান্না করা খাবার দেখলেই খেতে ভক্তি হবে না। এছাড়াও আমাদের আইসিডিএস সেন্টারটি প্রত্যেক শনিবার বন্ধ থাকে কেন জানি না। শনিবার বন্ধ থাকার বিষয়ে দীপ্তিদেবী বলেন, ডিমের সমস্যা থাকার জন্য শনিবার সেন্টার বন্ধ থাকে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!