শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ: আবারও দাসপুর পুলিশের বড়সড় সাফল্য। নিখোঁজ যুবককে উদ্ধার করে তুলে দিল বাবার হাতে। ঘটনা দাসপুর থানার বলুড়ি গ্রামে।পুলিশসূত্রে জানা গেছে গত ৪ আগস্ট ওই গ্রামের বছর ষোলোর দীপক সাউ বাড়ি থেকে নিখোঁজ হয়। বাবা স্বপন সাউ সমস্ত আত্মীয়বাড়ি সহ দাসপুর ও ঘাটালের নানান জায়গা খুঁজেও ছেলের খোঁজ না পাওয়ায় গত ১৯ আগস্ট দাসপুর থানায় ছেলের নিরুদ্দেশ নিয়ে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে আজ ২৬ আগস্ট দাসপুর থানার পক্ষ থেকে নিখোঁজ দীপককে ঘাটাল থেকে খুঁজে উদ্ধার করে কোর্টের মাধ্যমে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।দাসপুর পুলিশের এই কর্মকাণ্ডে খুশি হয়েছে মহকুমা সর্বস্তরের মানুষজন। এদিকে নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে বাবা ভীষণ খুশি।
এই মুহূর্তে
ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণার এই বৃদ্ধ
অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণা শহরের ৭ নম্বর ওয়ার্ড বোনার বাসিন্দা বিজয় মণ্ডল(৬৪)। বৃহস্পতিবার তাঁর...