দাসপুরের অমিত তখন বিশ্রামে, হঠাৎই মোবাইলগুলি একসাথে বিকট শব্দে একাধিকবার বেজে উঠল!

নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃহস্পতিবারের বিকেল,ঘড়ির কাঁটায় ৩ টা বেজে ২৫ মিনিটের আসপাশ হবে,
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দাসপুরের রাজনগর, সামাট, নাড়াজোল, চাঁইপাট, সোনামুই অন্যদিকে ঘাটালের জয়কৃষ্ণপুর, দেওয়ানচক, ঘাটাল শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মোবাইলগুলি হঠাৎই বিকট আওয়াজ করছে পাশাপাশি ভাইব্রেট হচ্ছে। সামাটের বাসিন্দা অমিত দোলই জানান, তখম তিনি সবেমাত্র কাজ সেরে বিছানায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। মোবাইলটা হঠাৎই কেমনভাবে বেজে উঠল আর বেজেই যাচ্ছে, থামছেই না। এমন ঘটনা শুধুমাত্র সামাটের অমিতের ক্ষেত্রে হয়েছে তা নয়। সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেশব মেটা জানান, সেই সময় তিনি ক্লাসে। অফিসে রাখা মোবাইলগুলি থেকে বিকট শব্দ অফিসে গিয়ে তিনিও অবাক। তবে এর পরেই মোবাইলে স্বয়ংক্রিয় ভয়েজ মেসেজ।

 

এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। অনুগ্রহ করে এই বার্তাটি উপেক্ষা করুন কারণ আপনার পক্ষে থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই৷ এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা বাস্তবায়িত প্যান-ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সিস্টেমের লক্ষ্য জন নিরাপত্তা উন্নত করা এবং জরুরি পরিস্থিতিতে সময়মত সতর্কতা প্রদান করা।মনে করা হচ্ছে, দেশে কোনও বিশেষ জরুরি মুহূর্তে সমগ্র দেশবাসীকে একসাথে সতর্ক বা নির্দেশ দেবার জন্য আজ ছিল এটা একটা পরীক্ষামূলক নমুনা মেসেজ।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।