ছিনতাই হওয়া ২টি মোবাইল পুলিশ উদ্ধার করে ফেরৎ দিল ঘাটালের দুই ছাত্রীকে

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল:গত ২৮ ডিসেম্বর (২০২২)বুধবার টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েন  দুই কলেজ ছাত্রী।  শ্রেয়ারানি জানা এবং রমা মিশ্র নামে ওই দুই ছাত্রীর বাড়ি ঘাটাল থানার শ্রীমন্তপুর গ্রামে। দুজনেই আরামবাগ গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ওই দিন  তাঁরা  আরামবাগ থানার আতাপুর থেকে সাইকেল করে টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে আসা ছিনতাই বাজ এক বাইক আরোহী এক ছাত্রীর ব্যাগটি ছিনিয়ে নেয়। অন্য ছাত্রীর হাতে থাকা মোবাইলটিও কাড়িয়ে নেয়। যে ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়েছিল সেই  ব্যাগের মধ্যে আধার কার্ড,ব্যাঙ্কের পাশবই, মোবাইল ফোন সহ কিছু টাকা ছিল।  সঙ্গে সঙ্গে তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হন। কিন্তু দুষ্কৃতীকে ধরা যায়নি।   পরের দিন ওই এলাকা থেকে ব্যাগটি পাওয়া গেলেও মোবাইল ফোনগুলি পাওয়া সম্ভব হয়নি। যথারীতি পরের দিন তারা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। পাশাপাশি আরামবাগ থানার পুলিশের  এবং এসওজি সেলের প্রচেষ্ঠায় ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।   আজ ২২ মার্চ আরামবাগ এসডিপিও অফিস   থেকে ওই দুই ছাত্রী শ্রেয়া  এবং রমার হাতে তাদের মোবাইল দুটি তুলে দেওয়া হয়। ফোন হাতে পেয়ে তারা  খুশি।  তাঁরা পুলিশের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। সেই সঙ্গে এও ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।