দাসপুরে মোবাইল চুরির অভিযোগে ধৃত যুবক, উদ্ধার মোবাইল

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:  ৩১ মে গভীর রাতে মোবাইল চুরি গিয়েছিল দাসপুর থানার চাঁইপাট বেলডাঙার বাসিন্দা কুহেলি মণ্ডলের এক আত্মীয়র। দাসপুর পুলিশের তৎপরতায় সেই মোবাইল উদ্ধার হল ২ জুন গভীর রাতে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, শুধু তাই নয় অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম মনোজ পাঁজা। হুগলি জেলার ডোঙাঘাটে বাড়ি। সে চাঁইপাট তেঁতুলতলায় ভাড়া বাড়িতে থাকে। সেখান থেকেই ওই রাতে এএসআই বিজনবিহারী দাস এবং চাঁইপাটের ভিলেজ পুলিশ শেখ নাসিম আলি গিয়ে তাকে থানায় তুলে আনেন। পুলিশের এই তৎপরতার খুশি সাধারণ মানুষ।
কুহেলিদেবী জানান, রবিবার তাঁর মেয়ে জামাই এসেছিলেন। সেই রুম থেকেই ওই রাতে জামাইয়ের মোবাইলটি চুরি হয়। তারপরই বিষয়টি এলাকার ভিলেজ পুলিশ শেখ নাসিম আলিকে। মনোজ আগেও এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে যুক্ত ছিল সেই খবর ওই ভিলেজ পুলিশের কাছে ছিল। সেই সূত্র ধরেই বুধবার রাতে এস আই রাজকুমার দাসের নির্দেশে এএসআই বিজনবিহারী দাস এবং ভিলেজ পুলিশ শেখ নাসিম আলি মনোজের ভাড়াবাড়িতে হানা দেয়। সেখান থেকেই মোবাইল সহ মনোজকে থানায় তুলে নিয়ে আসা হয়। কুহেলীদেবীর জামাই প্রশান্ত নস্কর বলেন, আমি কলকাতায় থাকি। এখানে কয়েক দিন হল এসেছি। এখানে পুলিশ এত তৎপরতার সঙ্গে মোবাইলটি উদ্ধার করবে আমি তা ভাবতেও পারিনি। •ছবিতে বাম দিকে এএসআই বিজনবিহারী দাস, মাঝে অভিযুক্ত, ডান দিকে ভিলেজ পুলিশ শেখ নাসিম আলি।


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015