দাসপুরের শুভ্রম মাধ্যমিকে সপ্তম স্থান দখল করল

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: [মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140] দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রামের বাসিন্দা শুভ্রম হাজরা মাধ্যমিকে সপ্তম স্থান দখল করল। শুভ্রম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সে এবার ৭০০’র মধ্যে ৬৮৬ নম্বর পেয়েছে। সে বাংলায় পেয়েছে ৯৯, ইংরেজিতে ৯৫, গণিতে ১০০, জড় বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৭ এবং ভূগোলে ৯৮। শ্রীবরার বাসিন্দা এক শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, শুভ্রমের এই সাফল্যে আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। শুভ্রমকে রাজ্যে মমতা বন্দ্যোপাধায় প্রতিনিধি পাঠিয়ে সংবর্ধনা দেন। খুকুড়দহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রণবকুমার মণ্ডল, দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র শুভ্রমের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেন। পরবর্তীতে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে শুভ্রমের।

শুভ্রমের বাবা মহাদেব হাজরা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক জজ কোর্টের উকিল এবং শুভ্রমের মা কাকুলি হাজরা ডিএমবি হাইস্কুলের দর্শন বিষয়ের শিক্ষিকা। ছেলের এই সাফল্যে বাবা-মার পাশাপাশি খুশি পরিবারের সবাই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015