আজাদ আলি: মঙ্গলবার রাতে দাসপুর সাগরপুরে খুন হলেন এক যুবক। ওই যুবকের নাম শেখ কুরবান খাঁ(৩৭)। বাড়ি সাগরপুরেই। আজ ১১ সেপ্টেম্বর ভোরে সাগরপুর অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমের সামনে তাঁর মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ পাওয়া যায়। কুরবান আলির স্ত্রী রাজিয়া বিবি বলেন, অন্যান্য বছরের মতো এবছর আমার স্বামী তাজিয়া দেখতে বৈকুন্ঠপুর গিয়ে ছিলেন। ভোরবেলায় ফেরার কথা ছিল। কিন্তু স্বামীর পরিবর্তে তাঁর লাশকে পেলাম। পুলিশের অনুমান, কুরবানকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...