নিজস্ব সংবাদদাতা: মিসড কলে আলাপ হয়েছিল বীরভূমের এক নাবালিকার সঙ্গে। সেই থেকে প্রেম চন্দ্রকোণা থানার ধর্মপোতার যুবক সৌরভ মণ্ডলের। সেই থেকে প্রেম। নাবালিকার বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হতেই কয়েক শ কিলোমিটার দূর থেকে সে পালিয়ে আসে চন্দ্রকোণায়। তাকে বিয়ে করার তোড়জোড় শুরু করে সৌরভ। পুলিশ জানতে পেরেই নাবালিকা এবং সৌরভকে চন্দ্রকোণা থানায় আটক করে রেখেছে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...