ফি মুকুবের দাবিতে নাড়াজোল কলেজে ছাত্র-আন্দোলন অব্যাহত

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: নাড়াজোল রাজ কলেজে ছাত্রছাত্রছাত্রীদের আন্দোলল অব্যাহত। মঙ্গলবারের মতো আজ ১৪ জুলাই বুধবারও ছাত্রছাত্রীরা কলেজগেটে দাঁড়িয়ে ফি মুকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন

ছাত্রছাত্রীরা বলেন, করোনা পরিস্থিতিতে অধিকাংশ অভিভাবক-অভিভাবিকাদের আয় অনেকটাই কমে গিয়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সেই পরিস্থিতে কলেজ বন্ধ থাকা সত্ত্বেও কলেজের সেমেস্টারের বিশাল অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
গত কালের মতো আজকেও তৃণমূল ছাত্রপরিষদের ব্যানারেই ওই কলেজের ছাত্র আন্দোলন হয়। সংগঠনের এক নেতা সায়নদীপ চক্রবর্তী বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি কমাতেই হবে। যত দিন না এনিয়ে কলেজ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমাদের আন্দোলন চলতেই থাকবে।
এদিন সংগঠন সদস্যরা পোস্টার হাতে বেলা ১০টা থেকেই শ্লোগান সহকারে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর দুপুরে অধ্যক্ষ অনুপম পড়ুয়া অফিস থেকে বেরিয়ে এসে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজ গেটে কথা বলেন। ছাত্রছাত্রীদের জানান, ফিজ মুকুবের বিষয়টি তাঁর একার হাতে নেই। তিনি বিষয়টি নিয়ে গভর্নিং বডির সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015