নতুন প্রজাতির জিওল মাছ চাষ শুরু হচ্ছে চন্দ্রকোণায়

মোনালিসা বেরা:মৎস্য দপ্তরের উদ্যোগে চন্দ্রকোণা-২ ব্লকে নতুন প্রজাতির মাছ চাষ শুরু হচ্ছে। নতুন প্রতাজিত জিওল মাছটি হল ভিয়েতনাম কই। এই প্রজাতির মাছটি জলাশয়ে দ্রুত বেড়ে উঠে। তাই রাজ্যের অন্যান্য জায়গায় ভিয়েতনাম কইয়েরদিকে ঝুঁকছেন বর্তমান মাছ চাষিরা। চন্দ্রকোণার চাষিরাও যাতে এই মাছের চাষ দিকে ঝোঁকে সেজন্যই মৎস্য দপ্তর ব্লকের বেশ কয়েক জন প্রগতিশীল মাছ চাষিকে দিয়ে এই মাছ চাষ শুরু করাতে চলেছে।
মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,  দেশি কইয়ের থেকে ভিয়েত নামের কই তাড়াতাড়ি বাড়ে। নিয়মিত পরিচর্যা করা হলে মাত্র সাড়ে তিন-চার মাসেই এক-একটি মাছের ওজন ১০০-১৫০গ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে।  তাই  এই দিকে ঝুঁকেছিলেন চাষিরা। এছাড়ার আমাদের এই  জলবায়ুতে এবং অন্যান্য মাছের সাথে এই মাছ সহজেই চাষ করা যায়। ভিয়েতনামের কইয়ের স্বাদও দেশি কইয়ের মতোই। আজ ১৩ অক্টোবর মঙ্গলবার চন্দ্রকোণা-২ ব্লক থেকে ১৪ জন মাছচাষিকে ১০০০টি করে ভিয়েতনাম কই বিতরণ করা হল। চন্দ্রকোণা-২ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিপ্লব মল্লিক জানান, মৎস্য দপ্তর থেকে ব্লক তথা জেলায় আতমা (এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি) স্কিমে এই প্রথম এই মাছ বিতরণ করা হল। মাছের চারার সাথে প্রত্যেক চাষিকে জল পরিশুদ্ধ রাখার জন্য জিওলাইট এবং মাছের খাদ্য হিসাবে ক্যালসিয়াম মিনারেল মিশ্রণও  বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, গতানুগতিক রুই, কাতলা, মৃগেল চাষের সাথে এই মাছের চাষ চাষির অত্যন্ত লাভজনক। এই মাছের চারা নৈহাটি থেকে আমদানি করা হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।