তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-২ পঞ্চায়েত সমিতির নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন প্রদীপ পোড়ে। ১০ জুলাই তাঁকে ওই দায়িত্ব দেওয়ার পরই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রদীপবাবু ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গৌরা গ্রামপঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রথমের দিকে কোনও কর্মাধ্যক্ষের পদ তাঁকে দেওয়া হয়নি। পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন অজিত মণ্ডল। কিন্তু অজিতবাবু কর্মাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরই ভিআরপি’তে যোগদান করেন। ফলে তাঁকে কর্মাধ্যক্ষের দায়িত্ব নেওয়ার ছ’মাসের মধ্যেই ওই পদ থেকে সরে দাঁড়াতে হয়। এতদিন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহকারী সহভাপতি আশিস হুদাইতই পূর্ত দপ্তরটি দেখভাল করতেন। কিন্তু সম্প্রতি প্রশাসনিক নির্দেশ আসে ওই পদের স্বতন্ত্র কাউকে দায়িত্ব দিতে হবে। সেই মতো প্রদীপবাবুকে পূর্ত দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন দত্তও প্রদীপবাবুকে বিশেষ সংবর্ধনা দেন বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে
বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
শ্রীকান্ত ভুঁইয়া, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা...