ঘাটাল কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন মন্টুকুমার দাস

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করবেন ড. মন্টুকুমার দাস। মন্টুবাবু বর্তমানে গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রয়েছেন। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ইতি মধ্যেই মন্টুবাবু আমাদের কলেজটি ঘুরে  গিয়েছেন। তিনি আগামী ৬ জুলাই ঘাটাল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। মন্টুবাবু পদার্থবিদ্যার অধ্যাপক। অধ্যাপক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর বাড়ি মেদিনীপুর শহরে।
প্রসঙ্গত ঘাটাল কলেজে শেষ স্থায়ী অধ্যক্ষ ছিলেন ড. ভোলানাথ চট্টোপাধ্যায়। তিনি ২০১৩ সালে অবসর গ্রহণ করলে  টিআইসি হিসেবে দায়িত্ব নেন ঘাটাল কলেজেরই ইংরেজির অধ্যাপক লক্ষ্মীকান্ত রায়। বছর চারেক আগে মেদিনীপুর ডে কলেজের এক অধ্যাপক লিয়েন নিয়ে ঘাটাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলান। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি ওই দায়িত্ব ছেড়ে আবার তাঁর পুরানো কলেজে ফিরেগেলে সেই থেকে লক্ষ্মীবাবু ফের টিআইসি’র দায়িত্ব সামলাচ্ছেন। সুজিতবাবু বলেন, মন্টুবাবু স্থায়ী অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। ইতিমধ্যে কয়েক মাস আগে তিনি ঘাটাল কলেজে এসে বিভিন্ন দপ্তর ঘুরেও দেখে গিয়েছেন।


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015