দীর্ঘ ৩৪ বছরে যা হয়নি তাই করল রাজনগর গ্রাম পঞ্চায়েত

সেই বাম আমল থেকে দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এলাকাবাসীর দাবি ছিল রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে মিশ্র পাড়া পাঠক পাড়া হয়ে শাসামল পাড়ার রাস্তাটি পাকা পোক্ত করা। বাম জমানার অবসান তার পরে তৃণমূল ক্ষমতার আসার প্রথম পাঁচ বছর তাতেও এ রাস্তার উন্নয়ন হয়নি।

তবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এলাকার মানুষের দাবি মেনে তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দাসপুর ১ পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় সম্প্রতি রাস্তাটিকে কংক্রিটে রূপান্তরের কাজ জোর কদমে চলছে। এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন রাজনগর গ্রাম পঞ্চায়েতকে। তাঁদের থেকে জানা গেছে এ রাস্তার গুরুত্ব এখন অনেকাংশে বেড়েছে। রাজনগর জুনিয়র বালিকা বিদ্যালয়,উপ স্বাস্থ্য কেন্দ্র,আই সি ডি এস কেন্দ্রের মত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলিতে পৌঁছাতে এ রাস্তাই এলাকাবাসীর ভরসা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!