দাসপুরে রেড ভলেন্টিয়ারদের ‘না’

দাসুপুর ১ ব্লকের বিভিন্ন সরকারি,বেসরকারি এবং জনবহুল এলাকাগুলি ১১ জুন শুক্রবার থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে দাসপুর ১ ব্লক সিপিএমের তরফে রেড ভলেন্টিয়াররা। দাসপুরের বাজার,ব্যঙ্ক,বিডিও অফিস,দাসপুর থানার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অবাধে স্যানিটাইজেশনের কাজ করেছে এই রেড ভলেন্টিয়ার।

কিন্তু আজ ১২ জুন শনিবার নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে এই স্যানিটাইজেশনের কাজের অনুমতি দিলেন না দাসপুরের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন। রেড ভলেন্টিয়ারদের পক্ষে সৈয়দ মিসবাউল আক্ষেপ করে বলেন,উনি যেই শুনেছেন রেড ভলেন্টিয়ার বামেদের,সাথে সাথে আমাদের বলেদেন ‘তাঁর অফিসে স্যানিটাইজেশনের প্রয়োজন নাই।’ দাসপুর রেড ভলেন্টিয়ারদের অন্যতম সদস্য তুহিন সামন্ত বলেন,এই করোনা পরিস্থিতিতে সারা রাজ্য যখন আমাদের কাজে পাশে দাঁড়াচ্ছে সেখানে দাসপুরের আজকের এই ঘটনা একেবারেই নিন্দনীয়।

তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিনের সাথে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি স্পষ্ট ভাবে এ কথা অস্বীকার করে বলেন,ওনারা এসেছিলেন। আমাদের আজ রক্তদান শিবির চলছিল। সবাই আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। ওনাদের আমি আগামীকাল আসতে বলেছিলাম। কোনোভাবে অপমানজনক কোনো কথাই বলিনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।