দাসপুর: স্বাস্থ্য প্রতিষ্ঠানের আবর্জনা,ধোঁয়া,দুর্গন্ধ নাজেহাল গ্রামবাসী

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির সামনে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। অভিযোগ সেই প্রতিষ্ঠানের তরফে নিয়মিত বর্জ্য পদার্থ, প্লাস্টিকের পাশাপাশি পোড়ানো হচ্ছে বায়ো হ্যাজার্ড। এলাকা যেমন ধোঁয়ায় ভরছে পাশাপাশি নোংরা আবর্জনার দুর্গন্ধে নাজেহাল হচ্ছেন স্থানীয়রা। অভিযোগ, দাসপুর থানার গোবিন্দনগরের এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ইতিমধ্যেই এই চরম অস্বস্তিকর পরিবেশ থেকে রেহাই পেতে ঘাটাল মহকুমা শাসক পাশাপাশি ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন কয়েকজন গ্রামবাসী। আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার গ্রামবাসীরা জানালেন তাতেও সেভাবে সমস্যার কিছু সমাধান হয়নি। বৃহস্পতিবার রাতেও সেই একইভাবে আগুন ধরানো হয় যার ধোঁয়া আজ শুক্রবারেও স্পষ্ট দেখা যাচ্ছে। অন্যদিকে ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিক দুলাল ভৌমিক জানান, তাঁরা তাঁদের প্রতিষ্ঠানের চৌহদ্দির মধ্যেই কিছু আবর্জনা পুড়িয়ে দেন। আর নার্সিংহোমের অন্যান্য যাবতীয় বর্জ্য গাড়ি করে অন্যত্র পাঠিয়ে দেন। যার জন্য বছরে প্রায় ৩ লক্ষ টাকার উপর খরচ হয়। পাশাপাশি দুলালবাবু অভিযোগ তোলেন এলাকার কিছু মানুষ ইচ্ছে করে তাঁর প্রতিষ্ঠানের বিরোধিতা করছেন।ঘটনা যাই হোক। স্থানীয় সংবাদের ক্যামেরায় ওই নার্সিং হোমে আধপোড়া আবর্জনার যে চিত্র উঠে এসেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতলের স্তূপ পাশাপাশি সেই আবর্জনা পোড়ার ধোঁয়া। এখন প্রশ্ন এই প্লাস্টিক এভাবে নষ্ট করা কী পরিবেশ বান্ধব?

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!