প্যানের সঙ্গে সত্যিই কি আধার নম্বর লিঙ্ক করতে হবে?

গত বছর ৩১ মার্চ প্যানের সঙ্গে আধার যোগের সময়সীমা ফুরিয়েছে। তার পর থেকে এই কাজ সারতে গেলেই গুনতে হচ্ছে জরিমানা। গত বছরের ১ এপ্রিল থেকে তিন মাস প্যান-আধার জুড়তে ৫০০ টাকা দিতে হয়েছে। এর পরে জরিমানার অঙ্ক বেড়ে হয়েছে ১০০০ টাকা। আগামী ৩১ মার্চের মধ্যেও যাঁরা সংযুক্তি সম্পূর্ণ করবেন না, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ১ এপ্রিল থেকে তাঁদের প্যান নিষ্ক্রিয় হওয়ার কথা। তবে কোথায় প্যান-আধার যোগ করা যাবে, কাদের করা বাধ্যতামূলক, প্যান নিষ্ক্রিয় হলে কী সমস্যা হবে ইত্যাদি নিয়ে এখনও অনেকের মনে রয়েছে নানা প্রশ্ন। •কাদের প্যান-আধার সংযুক্তি বাধ্যতামূলক? —সেই সমস্ত ভারতীয় নাগরিকদের, যাঁদের আয়কর রিটার্ন দিতে হয়।  •কাদের সংযুক্তি না করলেও চলবে? —(ক) অসম, জম্মু-কাশ্মীর, মেঘালয়ে বসবাসকারীদের।(খ) ৮০ বা তার বেশি বয়সিদের। (গ) অনাবাসী ভারতীয়দের। •জোড়া যাচ্ছে কোথায়? —আয়কর দফতরের ওয়েবসাইটে (https://www. incometax.gov.in)। বাঁ দিকে আধার-প্যান সংযুক্তির লিঙ্ক আছে। সেখানে গিয়ে প্যান ও আধার নম্বর দিয়েসারতে হবে সংযুক্তি। •এ জন্য টাকা লাগবে? —গত বছর ৩১ মার্চ পর্যন্ত সংযুক্তি নিখরচায় হয়েছে। তার পরে ৩০ জুন পর্যন্ত দেরি করার জন্য লেগেছে ৫০০ টাকা জরিমানা। আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০০০ টাকা দিতে হবে। •টাকা কখন মেটাতে হবে?কেন্দ্রীয় আয়কর দফতরের সাইটে প্যান-আধার জুড়তে গেলেই জরিমানার টাকা চাইবে। অনলাইনে তা মেটানো যাবে। •কোনও নথি লাগবে কি?—প্যান এবং আধার নম্বর ছাড়া কোনও নথি লাগবে না। •৩১ মার্চের মধ্যে কাজ না সারলে কী হবে?—১ এপ্রিল থেকে প্যান নিষ্ক্রিয় বলে ধরে নেওয়া হবে। •এতে কী অসুবিধা হবে? —প্যান কার্ড কাজ করবে না।আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। আয়কর রিফান্ডের টাকা ফেরত মিলবে না। প্যান না-থাকলে বাড়বে উৎস করের হার। দিতে হতে পারে চালু হারের দ্বিগুণ বা ৫% (যেটা বেশি)।বিভিন্ন আর্থিক লেনদেনে কেওয়াইসি নথি জমায় অসুবিধা হবে। শেয়ার বাজারে লেনদেন করা যাবে না। ৫০,০০০ বা তার বেশি টাকা তোলা যাবে না। প্যান লাগে, এমন সব কাজই আটকে যেতে পারে। •প্যান ও আধারের নামের বানান-সহ কোনও তথ্য না মিললে কী হবে? —যে কোনও একটি ক্ষেত্রে প্রথমে তা বদলাতে হবে। তার পরে হবে সংযুক্তি। •সংযুক্তি হয়েছে কি না, বুঝব কী ভাবে?—আয়কর দফতরের ওয়েবসাইটের বাঁ দিকে ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ যেতে হবে (লিঙ্ক: https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status)। সেখানে প্যান ও আধার নম্বর দিলে বলে দেওয়া হবে দুই কার্ড সংযুক্ত রয়েছে কি না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।