শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: গতকাল (১১ সেপ্টেম্বর ২০২২) রাতে ঝিম-ঝিম বৃষ্টি সেই রাতেই দাসপুর থানার সাগরপুর থেকে প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন চক্রবর্তী পরিবারের এক ব্যক্তি। প্রেমিকার বাড়ি ওই থানারই ঘনশ্যামবাটির মাজি পরিবারে। দুজনেই বিবাহিত। প্রেমিকার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। সন্ধ্যার পর গিয়ে দুজনে একান্তে প্রেমালাপে মেতে ওঠে। শ্রী চক্রবর্তী এবং শ্রীমতি মাজির সম্পর্ক নিয়ে এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের সন্দেহ ছিল। একটু উঁকিমারতেই তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন পাড়ার লোকেরা। তারপরই শুরু হয় চিৎকার চেঁচামেচি। শ্রীমতি মাজি দরজা না খুললে ক্ষিপ্ত জনতা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযোগ, ক্ষিপ্ত জনতা শ্রীমতি মাজির পরিবারের আসবাবপত্রও ভাঙচুর করে। খবর যায় থানায়। পুলিশ গিয়ে রাতেই প্রেমিক-প্রেমিকাকে থানায় তুলে আনে। যদিও শ্রীমতি মাজি এবং শ্রী চক্রবর্তী জানিয়েছে, তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে দীর্ঘ দিনের ভাইবোনের সম্পর্ক রয়েছে। গতরাতে চক্রবর্তী শ্রীমতি মাজিকে একটি জরুরি ওষুধ দিতে গিয়েছিল। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, ওই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...