৭৫ শতাংশ প্রতিবন্ধী হয়েও ঘাটালের বাসে মিলল না সিট দিতে হল পুরো ভাড়া!

প্রতিবন্ধী হয়েও বাসে ভাড়া নিয়ে হেনস্থার শিকার হতে হল দাসপুরের এক প্রতিবন্ধী বাসিন্দাকে। দীপক মাইতি নামের ওই প্রতিবন্ধী বাসিন্দার বাড়ি দাসপুর থানার সাহাপুর গ্রামে। তিনি আজ সকালে শারীরিক অসুস্থতার কারণে ঘাটাল মুখী ব্যারাকপুর নেড়াদেউল বাসে উঠে ঘাটাল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে বাসের মধ্যে থাকা বাস কর্মী দীপক বাবুকে তাঁর ভাড়া দিতে বলেন।

দীপক বাবু তাঁর প্রতিবন্ধী কার্ড দেখালে সে কার্ড ওই বাস কর্মী তাঁর কাছ থেকে ছাড়িয়েনেন বলে অভিযোগ। শুধু তাই নয় প্রশাসনের বিরুদ্ধে ওই বাসকর্মী কয়েকটি মন্তব্য ছুঁড়ে ৭৫ শতাংশ প্রতিবন্ধী দীপক বাবুর থেকে সম্পূর্ণ ভাড়া আদায় করেন।

শারীরিকভাবে প্রতিবন্ধী দীপক বাবু এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে জানান,ওই বাসটিতে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কোনো বসার সিটও ছিল না। অর্ধেক পঙ্গু দীপক বাবুকে সম্পূর্ণ ভাড়া দিয়ে ঘাটাল পর্যন্ত দাঁড়িয়েই যেতে হয়।

এ ব্যাপারে ঘাটালের মোটর ভেকেলস ইন্সপেক্টর অর্কপ্রতীম ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন,সরকারি প্রতিবন্ধী কার্ড অনুযায়ী ৪০শতাংশের বেশি প্রতিবন্ধী হলেই তাঁরা বাসে ভাড়ার ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় পাবেন। যদি কোনো বাস এর অন্যথা করে দপ্তরে নির্দিষ্ট বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালে তাঁরা ওই বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

অন্যদিকে ঘাটালের বাস মালিক সংগঠনের কর্মকর্তা প্রভাত পান এই ঘটনার কথা শুনে বলেন,এ ধরনের ঘটনা অনভিপ্রেত,কার্ড থাকলে সেই প্রতিবন্ধী যাত্রীকে অবশ্যই সুবিধা দিতে হবে। তিনিও জানান,আজকের ঘটনার লিখিত অভিযোগ তাঁদের সংগঠনকে জানালে তাঁরা ওই বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!