দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ

আজ দাসপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানার উদ্যোগে দাসপুর ১ নম্বর ব্লকের হাট সড়বেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হল। চারাগাছগুলি বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও ইচ্ছেডানার সদস্যরা মিলে বিদ্যালয়ে যাতায়াতের পথের দুই ধারে লাগিয়ে দেওয়া হয়।

শুধু চারাগাছ প্রদান নয়,এদিন সংস্থার পক্ষে এলাকার এক দুঃস্থ ছাত্র সুরজিৎ জানার পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে ওই ছাত্রের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। সংস্থার এই সেবা মূলক কাজে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক। তিনি বলেন,ইচ্ছেডানার এই উদ্যোগ আমাদের পাথেয়। ইচ্ছেডানার উদ্যোগে আজ ছাত্রছাত্রীরা নিজেদের হাতে চারাগাছ লাগালো, এতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বোধ জাগ্রত হবে।

ইচ্ছেডানার অন্যতম সদস্য সন্তু ভুক্তা জানান,বর্তমানে তাঁদের সংস্থার পক্ষে বিদ্যালয়ে-বিদ্যালয়ে চারাগাছ বিতরন করে ছাত্রছাত্রীদের সবুজায়ন ও জলের অপচয় বিষয়ে সচেতন করা হচ্ছে। সেই কর্মসূচির অধীনে আজ সড়বেড়িয়া হাইস্কুলে চারা বিতরন করা হল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!