ঘাটাল মহকুমার মহিলারা সমস্যায় পড়লে ‘8001007868’ এই নম্বরে ফোন করুন

•ছবিটি প্রতীকী। ইন্টারনেট থেকে নেওয়া।

তৃপ্তি পাল কর্মকার: নারী দিবসে মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আজ ৮ মার্চ জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হলো ওমেন হেল্পলাইন মোবাইল নম্বর। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘাটাল মহকুমা সহ এই জেলার যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময় যে কোনও মহিলা বিপদে পড়ে 8001007868 এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তৎক্ষণাৎ তার সাহায্যার্থে তার পাশে পৌঁছে যাবে। পুলিশের এই উদ্যোগে খুশি মহিলারা। ঘাটাল ব্লকের আলুই হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা শম্পা পাল, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স মানসী সামন্ত, দাসপুর-২ ব্লকের রাণা গ্রামের গৃহবধূ মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বনানী মাজিরা বলেন, ওই নম্বর থেকে মহিলারা যদি সত্যিই পুলিশের সহযোগিতা পান তাহলে আজকের বিশ্ব নারী দিবসে আমাদের কাছে এটা একটা সবচাইতে বড় উপহার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!